![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের তরফপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হিমেল নামক এক কিশোর আহত ও দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি তরফপুর দক্ষিণপাড়া গ্রামের জিয়ারত আলী খানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের নাছিমা বেগম তার ছেলে হিমেল আহত ও দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে ১০০ জনের নাম উল্লেখ করে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। তবে ১০০ জনের তালিকায় আব্দুর রহমানের নাম না থাকলেও তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন। গ্রেপ্তারকৃতকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর