
বগুড়ার গাবতলী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে গরুসহ ২ দুজনকে গ্রেপ্তার করে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে।
জানা গেছে, বগুড়া পুলিশ সুপারের নির্দেশে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবালের সার্বিক সহযোগীতায় থানার পুলিশ ফোর্স অভিযান চালিয়ে চোরচক্রের মূল হোতাদের আটক করে।
আটককৃতরা হলেন- গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ আদর্শ গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে কসাই ঠান্ডা মিয়া (৫৫), নাটের জেলার সিংড়া উপজেলার হাতিয়ানদহ গ্রামের পিতা মৃত রহিমুদ্দিনের ছেলে মোঃ দুলাল (৫৩)। তাদের কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, ইতিপূর্বে ৪ জন চোরকে গ্রেপ্তার করা হলে তারা গরু চুরির সাথে জড়িত মর্মে আদালতে স্বীকারোক্তি দেয়। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর