বগুড়ায় সবজিবাহী পিকআপ ভ্যান থেকে ৫০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় মাদক কারবারি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা কাশিপুর এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্টে ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলো, নীলফামারী সদর উপজেলার হাজীগঞ্জ এলাকার শুকুর আলীর ছেলে বাবু মিয়া (২৮) ও ঢাকা জেলার সাভার উপজেলার কুরগাঁও এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আহাদ হোসেন মাহিম (২১)।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর থেকে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালায়।
এসময় সবজিবাহী একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে পিকভ্যানে বিশেষ কায়দায় রাখা ৫০৫ বোতাম ফেন্সিডিল উদ্ধার ও ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এসময় মাদক কারবারির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ। তিনি আরো জানান, এবিষয়ে শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর