![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, দীর্ঘ দিন পর পাংশা বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে ব্যবসায়ী সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা, আগামী দিনে বাজার বণিক সমিতির নেতৃত্বে কারা আসছেন এ নিয়ে আগ্রহের কমতি নেই কোথাও। সকল মহলেই চলছে আলোচনা।
পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির নির্বাচনে মোঃ নাঈমুর রহমান দুর্জয় কার্যনিবাহী সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়ে সকল ব্যবসায়ীদের নিকট দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) শহরের বারেক মোড়ে অবস্থিত পাংশা শিল্প ও বণিক সমিতির নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে তার মনোনয়ন ফরমটি গ্রহণ করেন, পাংশা শিল্প ও বণিক সমিতি নির্বাচন -২০২৫ পরিচালনা কমিশনের সদস্য পাংশা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ আমজাদ হোসেন।
মনোনয়ন পত্র দাখিল করে তার সমর্থক দের সাথে নিয়ে পাংশা বাজারে নির্বাচনী শোভাযাত্রা করেছেন তিনি, সকল ভোটার ব্যবসায়ীদের দোয়া ও ভোট প্রার্থনা করেছেন। এদিকে ভোটের হাওয়া বইতে শুরু করেছে বাজারের বিভিন্ন চায়ের দোকানে সর্বত্রই চলছে এমন আলোচনা। তিনি ব্যবসায়ীদের ভাল মন্দ বুঝে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করে যেতে চান।
মনোনয়ন জমাদানের সময় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ তার সাথে উপস্থিত ছিলেন। তফশিল অনুযায়ী আগামী ২২ ফ্রেরুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, প্রত্যাহার ১১ ফ্রেরুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১২ ফ্রেরুয়ারী, ১৩ ফ্রেরুয়ারী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব শেষ এ নির্বাচনে ৪১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ৩৮ জন জমা দিয়েছে। সকল পদেই একাধিক প্রার্থী রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর