![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমাকে দেখলেই মানুষ বলে, আগে তো বলেছিলেন এটা করবেন ওটা করবেন, এখন করে দিয়ে যান। আমার যদি সাধ্য থাকে তাহলে তো অবশ্যই করব।’
আজ সোমবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস সেন্টার, ব্লাস্ট আয়োজিত উপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর পরিবেশের অধিকার কেন্দ্রিক সংস্কার বিষয়ক নাগরিক সংলাপে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘আমি কিন্তু পরিবেশের সব কিছুর দায়িত্বে নেই। এখানে অনেক কর্তৃপক্ষ আছে।’
৫৩ বছরের সমস্যার সমাধান একটা ৬ মাসের সরকারের কাছে চাওয়া অনেক বেশিই বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘ওভারনাইট ইউ কান্ট চেঞ্জ।’
উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘বুড়িগঙ্গা দূষণমুক্ত করা একটা অসম্ভবকে সম্ভব করার মতো। কাজ চলছে। রিসোর্স পাওয়া সাপেক্ষে এ কাজ করা হবে। সমাজ সংস্কারেও সময় লাগবে। নদী সংস্কারেও সময় লাগবে। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা পরিবর্তন আনতে পারব বলে বিশ্বাস করি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে একজন তরুণকে।’
চেরাগে ঘষা দিয়ে বাংলাদেশকে পরিবর্তন করে ফেলা যাবে, ব্যাপারটা এমন নয় বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, ‘বায়ুদূষণ সমাধানের প্রস্তুতি অন্তর্বর্তী সরকারের আছে কি না বা পারবে কি না তা ভাবার বিষয়। যে বাস্তবতা বর্তমানে আছে, তাতে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা আগের সরকারের ভয়ংকর লিগ্যাসি বহন করছি। আশা করি সামনের নির্বাচিত সরকার এলে আর তা করতে হবে না।’
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ঢাকার বর্জ্য রিসাইকেল করে বিদ্যুৎ হবে–যখন আমার বয়স ছিল ৩৬, তখন থেকে শুনে আসছি। এখন আমার বয়স ৫৪।’
রার/সা.এ
সর্বশেষ খবর