![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বাগেরহাটের মোরেলগঞ্জে আরিফ খলিফা (২৫) নামে এক মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেট সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার সন্ন্যাসী বাজার থেকে ওই চোর চক্রের সদস্যকে আটক করা হয়। আটক আরিফ খলিফা শরণখোলা উপজেলার সাউথখালী গ্রামের মো. জাকির হোসেন খলিফার ছেলে। সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. তালেবুল্লা শিকদার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, সাউথখালী থেকে মোটরসাইকেলটি চুরি করে সন্ন্যাসী বাজারের কাছে আসলে তেল ফুরিয়ে যায়। বাজারে তেল খোঁজাখুঁজি করতে থাকে চোর এরই মধ্যে গাড়ির মালিকও গাড়ির খোঁজে সন্ন্যাসী বাজারে চলে আসে। অবস্থা বেগতিক দেখে চোর গাড়ি ফেলে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এসময় আরিফ খলিফার সহযোগী কৌশলে পালিয়ে যায়।
চোরাই মোটরসাইকেলের মালিক শরণখোলা উপজেলার সাউথখালী গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার জানান, বেশ কিছু দিন আগে মোটরসাইকেলটি চুরি হয়েছে। মোটরসাইকেলের সন্ধানে আজ সন্ন্যাসী বাজারে এসে কাকতালীয়ভাবে চোরকে হাতেনাতে ধরতে পেরেছি। চোর চক্র এরই মধ্যে মোটরসাইকেলের নম্বর প্লেট খুলে ফেলেছে। এ চক্রের সদস্যরাই এ অঞ্চলের চোরাই মোটরসাইকেলগুলো জেলার বাইরে বিক্রি করে।
সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তালেবুল্লা শিকদার জানান, সংবাদ পেয়ে মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের সদস্য আরিফ খলিফাকে আমরা হেফাজতে নিয়েছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর