
কিশোরগঞ্জে জাঁকজমকপূর্ণ ভাবে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ঈশা খাঁ রোডস্থ রথখলায় অবস্থিত উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার অস্থায়ী অফিসে সংগঠনটির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান উজ্জ্বল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবুজর গিফারী।
এসময় আরোও উপস্থিত ছিলেন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা শাওন, সাংগঠনিক সম্পাদক নাওয়াযীশ আলী মুগ্ধ, অর্থ সম্পাদক হাসানাল মামুন নিলয় অপু, দপ্তর সম্পাদক অলিউল্লাহ রাব্বানী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম রবি, উপশিক্ষা ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জহির আলম অপূর্ব, তথ্য প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মিশাদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ তানভীর আলম মাহী, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য নূরে আলম সালমান, সদস্য মনি, মোঃ রুবেল, মোঃ নাঈম হাসান ও মোঃ খায়রুজ্জামান সানজিদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবুজর গিফারীবলেন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনের স্বেচ্ছাসেবী কার্যক্রম আমার কাছে অনেক ভালো লাগে। স্বেচ্ছাসেবী কথাটি ছোট্ট হলেও এর কাজ অনেক মহত্ত্ব।
তিনি আরো বলেন, এই সংগঠন থেকে আমাদের ফায়ার সার্ভিসে অনেক ভলানটিয়ার আছে। যারা আমাদের সাথে বিভিন্ন দুর্ঘটনায় কাজ করে থাকে। এটা দেখে আমি অনেক খুশি হয়।
তিনি আরো বলেন, এই সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন আকাশ গত বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বেস্ট ভলানটিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। যা নাকি এর আগে কখনোই এই অ্যাওয়ার্ড পাই নাই। এতে আমরা গর্ববোধ করি। পরিশেষে আমি এই সংগঠনের সাফল্য কামনা করি। উৎসর্গ সংগঠনটির স্বেচ্ছাসেবকরা যেনো এভাবে মানুষের সেবায় নিয়োজিত থেকে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে।
আলোচনা সভায় আগামীতে কিশোরগঞ্জ জেলায় উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক আলোচনা করা হয় এবং সংগঠনটির প্রতিষ্ঠাতাসহ সকল সদস্য, স্বেচ্ছাসেবকসহ দেশ ও দশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
আলোচনা সভা ও দোয়া শেষে ৪ পাউন্ডের একটি কেক কেটে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
উল্লেখ্য, উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ইমরুল কায়েস ২০১৬ সালের ১০ই ফেব্রুয়ারিতে ঢাকায় কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবকদেরকে সঙ্গে রেখে মহৎ উদ্যোগ নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠা করেন। বিগত ৯ বছরে দেশের অধিকাংশ জেলা এবং বিদেশি শাখা কমিটির মাধ্যমে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে এই স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর কার্যক্রম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর