
নড়াইলে ৫০০পিস ইয়াবা ট্যাবলেটসহ রিদয় (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার মালিবাগ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিদয় যশোর জেলার কোতয়ালী থানার বি বি রোডের মো. ইনতাজুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এস আই মোঃ অহিদুর রহমান, এ এস আই নাহিদ নিয়াজ ও এএসআই তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজ বিকালে নড়াইল সদর থানার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী মালিবাগ মোড় আর্মি ক্যাম্পের সামনে নড়াইল-লক্ষীপাশা গামী হামদার্দ এক্সপ্রেস পরিবহণ হতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদারা খান গ্রেপ্তারের বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করে বলেন, নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর