
অমর একুশে বইমেলা-২০২৫ এ পাওয়া যাচ্ছে আহমদ আরমান সিদ্দিকীর লেখা বই ‘৩৬ জুলাই’।
বইটি প্রকাশ সম্পর্কে লেখকের মন্তব্য হলো- ‘৩৬ জুলাই’ মূলত এক আন্দোলনের দিনপঞ্জি, এক লড়াইয়ের নিঃশব্দ সাক্ষী। এই বইটি আমার স্বকণ্ঠে রেকর্ডকৃত দিনপঞ্জির লিপিবদ্ধ রূপ। বইটি প্রকাশের পেছনে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
পাঠকের উদ্দেশে লেখকের বক্তব্য হলো- ‘৩৬ জুলাই’ কেবল আমার ব্যক্তিগত স্মৃতি নয়, এটি একটি ঐতিহাসিক সংগ্রামের প্রতিচিত্র। আশা করি, এই বই পাঠকদের আন্দোলনের সত্য প্রতিচিত্র তুলে ধরতে সহায়ক হবে।’
'৩৬ জুলাই' বইটি অমর একুশে বইমেলা ‘ঐতিহ্য প্যাভিলিয়ন ২৮’ এবং চট্টগ্রাম বইমেলায় ৩৮-৩৯ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি অনলাইন বুকশপ রকমারিতে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, আহমদ আরমান সিদ্দিকী ১৯৭৯ সালের ১৪ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। ৯ মাস বয়সে তার বাবাকে হারালে পরিবারসহ তার শিক্ষিকা মা-কে ১৯৮১ সালে চট্টগ্রামে থিতু হতে হয়; ১৯৯৭ সালে এইচএসসি পাশ করে ঢাকা চলে আসেন। গ্র্যাজুয়েশন শেষ করে ২০০৩ সালে চাকরিজীবন শুরু হয়; ২২ বছর টেলিকমে চাকরি শেষে বর্তমানে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের সিইও হিসেবে কর্মরত আছেন। চাকরি এবং ব্যক্তিগত শখে ৩৯টি দেশ ভ্রমণ করেছেন এবং আরো ২৭টি দেশ ভ্রমণের ইচ্ছা আছে। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা শৈশবে ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত তিনটি নির্বাচন সীতাকুণ্ড থেকে খুব কাছ থেকে অবলোকন করেন যেটি তাঁর রাজনৈতিক সচেতনতা এবং সমাজসেবাকে ত্বরান্বিত করছে। অবসর সময়ে দেশবিদেশের রাজনৈতিক ইতিহাস এবং অন্যান্য বই পড়তে, নেটফ্লিক্স ও সিনেমা দেখতে, গান শুনতে ও গাইতে বাদ্যযন্ত্র বাজাতে, প্রিয় মানুষদের সাথে আড্ডা মারতে, বাচ্চাদের প্রিয় খাবার রাঁধতে, নতুন খাবার চাখতে আর নিজ গ্রামে সময় কাটাতে ভালোবাসেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর