
সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত দুই দিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে কাউখালী থানা পুলিশ উপজেলা থেকে ৫ আওয়ামী লীগ নেতা কর্মীকে আটক করে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করে। আটককৃতরা হলেন, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি বিকাশ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, কাউখালী উপজেলা ঘাগড়া ইউনিয়ন আওয়ালীগের সহ সভা সভাপতি জাফর আহম্মদ, ঘগড়া ইউনিয়ন ছাত্রলীগের লীগের কর্মী শাহিন হাওলাদার, ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলী।
এর আগে রবিবার বিকালে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী, ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া ও সদর উপজেলা শ্রমিকলীগের নেতা শাহ জালাল মাঝিকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।
আটক সকলকে আদালত আনা হলে আদালত আটককৃতদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বুধবার শুনানির দিন ধার্য করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এই অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর