![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
ময়মনসিংহে জাল দলিল তৈরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এম. এম মোহাইমেনুর রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৯ ফেব্রুয়ারি) সদর উপজেলার চর ইশ্বরদিয়া এলাকায় অভিযান চালিয়ে জাল দলিল, সরকারি বিভিন্ন ২০ কর্মকর্তার ৬২ টি সিলসহ আবুল মুনছুরের ছেলে আলমগীর হোসেন (৩১) কে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানায় সে ও তার চক্রের সদস্যরা টাকার বিনিময়ে নতুন জাল দলিলসহ দলিলের ভেতরে নতুন করে খতিয়ান, দাগ, নাম পরিবর্তন করে বিবাদ রয়েছে এমন সব জমিতে যে ব্যক্তি জমির মালিক নন তাকে ঐ জমির মালিক বানিয়ে দিত।
এছাড়াও জমির নামজারি করার ক্ষেত্রে নতুন নাম সংযুক্ত করাসহ যে জমি প্রাপ্য নয় তাদের নাম সংযুক্ত করে তাদের সেই জমিতে অংশীদার বানিয়ে দিত এবং তারা জমির প্রকৃত মালিকদের নাম বিলুপ্ত করাসহ জমির পরিমাণ কমিয়ে অন্যদের নতুন করে নামজারি করে তাদের জমির অংশীদার বানিয়ে দিত। আসামির সাথে আরও সক্রিয় ৪ সদস্য রয়েছে, তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।
অভিযানকালে আলমগীরের বাড়িতে তল্লাশি করে ৮ টি জাল দলিল, ৩৬ টি খোলা রাবার সিল, ২ টাকা থেকে ১০০ টাকা মূল্যের ১৭৮ টি স্ট্যাম্পের পাতা এবং জাল দলিল তৈরির ১৫০ পাতা কাগজ উদ্ধার করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর