
কক্সবাজারের পেকুয়ায় নোয়াখালীপাড়া-রাজাখালী সেতুর নির্মাণকাজের পাইলিং ভেঙে চাপা পড়ে আবদুল কাইয়ুম (৩৯) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কাইয়ুম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আদর্শ বাজার গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
সেতুর নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক বলেন, পাইল সেন্টারের কাস্টিং শেষ হওয়ার পর সেন্টার সরানোর চেষ্টা করার সময় একটি তেপায়া ভেঙে যায়। এ সময় পাইলিংয়ের নিচে থাকা আবদুল কাইয়ুম চাপা পড়েন। স্থানীয় লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
জানতে চাইলে সেতু নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক মো. হাসান বলেন, একটি পাইলিংয়ের কাজ শেষ করে অন্য পাইলিংয়ের কাজ করার জন্য তেপায়া সেন্টার সরানোর সময় তেপায়াটি ভেঙে যায়। অন্য শ্রমিকেরা দৌড়ে সরে যেতে পারলেও কাইয়ুম একবারে নিচে থাকার কারণে চাপা পড়েন। এতে তাঁর মৃত্যু হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেতুর নির্মাণকাজ করতে গিয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর