
তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে দুই দিনব্যাপী ‘জুলাই বিপ্লব’ দেয়ালিকা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে দুইদিন ব্যাপী এই দেয়ালিকা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এতে কিশোরগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের প্রায় দুইশতাধিক দেয়ালিকা স্থান পায় এ প্রদর্শনীতে। পাশাপাশি কিশোরগঞ্জ জেলা থেকে নিহত বীর শহীদদের ছবিও তুলে ধরা হয়েছে এ প্রদর্শনীতে। জেলা প্রশাসনের আয়োজিত প্রদর্শনীর প্রথম দিনেই কয়েক হাজার শিক্ষার্থীসহ দর্শনার্থীদের সমাগম ঘটে।
গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের বিরল ছবিগুলো স্থান পায় প্রদর্শনীতে। এ সময় ছবিগুলো প্রদর্শন করে আন্দোলনকারীদের স্মৃতিচারণ করতে দেখা যায়। প্রদর্শনী প্রাঙ্গণে ভ্রাম্যমাণ সংঙ্গীতানুষ্ঠান ও জুলাই বিপ্লবের চলচ্চিত্র প্রদর্শিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, সহকারী কমিশনারের ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল এ শাখা) ইশরাত জাহান, রেভিনিউ ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেবুন নাহার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার ও লাইব্রেরি শাখা) মো. মাহমুদুল হাসান, জেলা তথ্য অফিসার মো: সাইফুল আলম, আশরাফ আলী সোহান, সাংবাদিক এ এম উবায়েদ, শামসুল আলম সেলিম, এসকে রাসেল, মো: জাহাঙ্গীর শাহ বাদশাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা সায়েদ সুমন, হাসান আহমেদ রমজান, মির্জা মোফাজ্জল, তৌফিক উমর, নুসরাত জাহান, শামসুর রহমান, নাফি সিকদার, নুরুল আমিন, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর