![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার শোকোরকান্দি এলাকায় তিন ফসলি জমিতে গড়ে ওঠা চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা ও ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ অভিযান চালানো হয়। অবৈধ ইটভাটা গুলির মালিক পরিবেশ অধিদপ্তরের দেওয়া আদেশ অমান্য করে ভাটা পরিচালনা করে আসছিল। পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না থাকা এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় জরিমানা আদায় করা হয়েছে। এ সময় জনতা ইটভাটার মালিককে ১ লাখ টাকা, রুপসা ইটভাটা মালিককে ১ লাখ টাকা, থ্রি স্টার ইটভাটা মালিককে ১ লাখ এবং সমতা ইটভাটা মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ইটভাটা গুলোর চুলা পানি দিয়ে বন্ধের পাশাপাশি কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোজফ্ফর খান। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, গাংনী থানা পুলিশ ও বামন্দী ফায়ার সার্ভিসের একটি টিম।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ সনের ৫৯ নং আইনে চারটি ইটভাটাতে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ ইটভাটাতে অভিযান চালানো হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর