![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় কাউসার হোসেন নামে সাত বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে৷ নিহত কাউসার উপজেলার গোবিন্দনগর চারআনী এলাকার জাকির হোসেনে'র ছেলে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দনগরের চারআনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে গ্রামবাসীরা মিলে মসজিদে যোহরের নামাজ পড়ছিলেন। এ সময় বিকট একটি শব্দ শোনা যায়। নামাজ শেষ করে মুসল্লিরা দেখেন রাস্তায় দাঁড়িয়ে থাকা মাটি পরিবহনের ট্রাক্টরের পিছনে চাকার নিচে একটি শিশু বাচ্চার থেতলানো রক্তাক্ত মরদেহ আটকে আছে। মসজিদের কাছেই কাটা মাটি পরিবহণ করছিল ওই ট্রাক্টরটি। ধারণা করা হচ্ছে মাটি আনলোড করার সময় কাউসার নামের ওই শিশুটি অজান্তে ট্রাক্টরের চাকার নিচে পড়ে যেতে পারে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই মাটিবাহী ট্রাক্টরটি ভাঙচুর করে। এদিকে, সুযোগ বুজে ঘটনাস্থলে গাড়ী রেখে ড্রাইভার পালিয়ে যায়। থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ট্রাক্টর চাপায় শিশু নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর