![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
লালমনিরহাটের কালীগঞ্জে মেসার্স বিবিএমসি বিক্সস নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এমজেএ বিক্সস-২ নামের অপর একটি ইটভাটায় অভিযান চালাতে গিয়ে তোপের মুখে পড়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শাফায়াত আখতার নূর, রাকিবুল ইসলাম ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ গোলাম আসিফ রহমান ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনার অংশ হিসেবে উপজেলার দলগ্রামের মেসার্স বিবিএমসি বিক্সস নামের একটি ইট ভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এমজেএ বিক্সস-২ নামের একটি ইটভাটায় অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীদের তোপের মুখে পড়ে প্রশাসন। এসময় অভিযান পরিচালনাকারী দল এমজেএ-বিক্সস-২ ভাটার বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা জানান, অবৈধ ইটভাটায় অভিযানের অংশ হিসেবে আজকে দুটি ভাটায় অভিযান চালানো হয়েছে। এসময় মেসার্স বিবিএমসি ব্রিক্সসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এমজেএ ব্রিক্সস-২ নামের অপর একটি ইট ভাটায় অভিযান চালাতে গেলে অসৌজন্যমূলক আচরণ করে সেখানকার কর্মচারীরা। পরে আগামীকালের মধ্যে ওই ভাটার(এমজেএ বিক্সস-২) বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশ প্রদান করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ইটভাটায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের সাথে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে মন্তব্য পেতে এমজেএ বিক্সস-২ কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর