
নাটোরের বড়াইগ্রাম থানা ফটকের সামনে নেচে-গেয়ে টিকটক ভিডিও ধারণ করা আওয়ামী লীগ নেত্রী শিউলী বেগমকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমন শুনানি শেষে তাঁকে জামিন দেন। বিষয়টি নিশ্চিত করেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া।
শিউলী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে গত রবিবার দুপুরে বড়াইগ্রাম থানা ফটকে প্রকাশ্যে টিকটক ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় গত সোমবার রাতে বড়াইগ্রাম পৌরসভার উত্তরপাড়া এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এবিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন, পুলিশের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়। বিষয়টি জানার পর তাঁকে আটক করা হয়। পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাঁকে বড়াইগ্রাম আমলি আদালতে সোপর্দ করা হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর