
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অভিযান চালিয়ে বাজারের একটি দোকান থেকে ২৪০কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অবৈধ পলিথিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা বাজারে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকার সুপারশপসহ বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করার পরপরই শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর। জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে আসছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে ডামুড্যা বাজারে পলিথিনবিরোধী অভিযান চালায়। এসময় ডামুড্যা বাজারের পান-সুপারি হাট এলাকার ব্যবসায়ী হযরত আলী দীর্ঘদিন ধরে অবৈধ পলিথিনের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর। অভিযানে তার দোকান থেকে আনুমানিক ২৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়াও হযরত আলী নামে দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৪০ কেজি পলিথিন জব্দ করে হযরত আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের নির্দেশনায় ডামুড্যা বাজারের একটি দোকান থেকে পলিথিন জব্দ করে ওই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, ডামুড্যা থানা পুলিশসহ অন্যান্যরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর