![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
কিশোরগঞ্জ মডেল হাই স্কুলের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৫ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
উদ্বোধনী অনুষ্ঠানের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মবিনুল ইসলাম, এস. এম. খাদিমুজ্জামন রাসু।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিশোরগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামছুন নাহার মাকছুদা (কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোকন উদ্দিন আহম্মদ (কিশোরগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার), মুহাম্মদ হাবিবুর রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি কিশোরগঞ্জ মডেল হাই স্কুল)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইসমাইল হোসেন ঈদু, কিশোরগঞ্জ মডেল বয়েজ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যপক এম.এ. গণি, কিশোরগঞ্জ হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ভূঞা, বিশিষ্ট ক্রীড়াবিদ বকুল মিয়া, কিশোরগঞ্জ মডেল বয়েজ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রীড়া উপ-কমিটির সম্পাদক ও বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাহজাহান, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. আবদুল্লাহ, ক্রীড়াবিদ ইয়াহিয়া, মো. নূরুল ইসলাম খান শামীম, মো. রিপেল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ নেভিন, হৃদয়ে কিশোরগঞ্জ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. এস. হোসেন আকাশসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কিশোরগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক কফিল উদ্দিন আহম্মেদ, বিদান ও সাবিনা।
কিশোরগঞ্জ মডেল বয়েজ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদাসহ আমন্ত্রিত অন্যান্য অতিথি বৃন্দরা।
এর আগে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে অতিথি বন্দরা জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে একে একে বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতা শুরু হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর