ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হৃদয় কে মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাতকুড়া এলাকা থেকে তাকে আটক করে গৌরীপুর থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতা হৃদয় উপজেলার তাতকুড়া (আমতলা) গ্রামের শহিদুল হকের ছেলে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আগামীকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর