
প্রেমে পড়লে নাকি মানুষ হিতাহিত জ্ঞান হারায়। ভালোবাসার মানুষের জন্য চাঁদ এনে দিতে চাওয়ার মতো অলীক কল্পনাও করেন অনেকে। কেউ কেউ তো জীবনও বাজি রাখেন। এমনই এক জীবন বাজি রাখা প্রেমিকের কাণ্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, ঘটনাটি ভারতের গুজরাটের আহমেদাবাদের। প্রেমিকাকে মুগ্ধ করতে ভয়ানক কাণ্ড করেন ২৬ বছর বয়সী এক প্রেমিক।
আহমেদাবাদের কানকারিয়া চিড়িয়াখানায় বাঘের খাঁচার ভেতর একটি গাছ বেয়ে প্রায় সামনে চলে যাচ্ছিলেন তিনি। তবে চিড়িয়াখানার কর্মীরা দেখে ফেলেন। এরপর তাদের বাধার মুখে ফিরে আসেন ওই যুবক।
এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। বর্তমানে থাকেন রাখিয়ালে। ঠিক সময়ে কর্মীরা ছুটে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি।
এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
রার/সা.এ
সর্বশেষ খবর