
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেন। নির্বাচনে জনগণ ভোট প্রয়োগ করতে উদগ্রীব হয়ে আছে। ছাত্র জনতার আন্দোলন ছিল ভোটের অধিকারসহ যে সকল অধিকার আওয়ামী লীগ সরকার হরণ করেছে তার ফিরে পাওয়ার অধিকার। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকার ও তার নেতা কর্মীরা পালিয়ে গেছে। তারা পালিয়ে গিয়েও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছে। আওয়ামী লীগের ফ্যাসিস সরকারের নেতা কর্মীদের দ্রুত গ্রেফতার করতে হবে,কোনোভাবেই তাদের কে ছাড় দিতে পারবেন না।
বুধবার দুপুরে সুনামগঞ্জ পুরাতন বাসস্টেশনে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এসময় আরিফুল হক আরও বলেন,অন্তর্বর্তী সরকার আসার পর দেশের আইনশৃঙ্খলা অবনতি,দ্রব্য মূল্য বৃদ্ধিতে জনগণ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানান চক্রান্ত বৃদ্ধি পেয়েছে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে নির্বাচিত সরকারের প্রয়োজন। তার জন্য দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করার দাবী জানাই অন্তর্বর্তী সরকারের কাছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন এর সভাপতিত্বে আরিফুল হক আরও বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছেন এই আওয়ামীলীগ ফ্যাসিস সরকারের বিরুদ্ধে জনগণের সমর্থন নিয়ে। আগামী দিনগুলোতে সকল অনিয়মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমাদের সবাইকে।
নেতা কর্মীদের উদ্দেশ্য আরিফুল হক বলেন, যারা জনগণের আস্থা নষ্ট করতে চায় তাদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করা হবে। কেউ লুটপাট,দখলবাজি,চাঁদাবাজি করবেন না এসব থেকে বিরত থাকতে হবে।
আর চোখ কান খুলা রাখতে হবে কেউ যেন আমাদের দলে আওয়ামী দলের বিশ্বাস করে তাদেরকে কোনো ভাবেই দলে প্রবেশ করতে দেয়া যাবে না।
সুনামগঞ্জ বাসীর জন্য এখন থেকে কর্মসূচি নেন যা সুনামগঞ্জ বাসীর জন্য উন্নয়ন হয়।সুনামগঞ্জের চেহারা পাল্টিয়ে দিতে হবে। আমাদের তারেক রহমান সুনামগঞ্জের অলিগলি উন্নয়নের সুনামগঞ্জকে আলাদ জেলার রূপান্তরিত করা হবে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবীতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবীতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবীতে সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক এর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন,বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি মিফতা সিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর