
শেরপুরে বৈদ্যুতিক সেচ পাম্পের সাহায্যে চলতি আবাদের বোরো খেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আকরাম হোসেন ও আব্দুল হানিফ মিয়া নামে দুই কৃষি শ্রমিক মারা গেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক আকরাম হোসেন বোরো খেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচ পাম্পে সুইচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়লে তাকে বাঁচাতে অপর কৃষি শ্রমিক আব্দুল হানিফ মিয়া এগিয়ে আসেন। এতে হানিফও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে এবং ঘটনাস্থলে দুইজনই প্রাণ হারান। পরে স্থানীয় আরেক কৃষক সেচ পাম্পের কাছে গেলে এই দুই জনের নিথর মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। এক পর্যায়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। ওই দুই কৃষি শ্রমিকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর