
মেহেরপুর গাংনীর কাথুলী ধলা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ আজিবার রহমান (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র জোয়ানরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কাথুলী ধলা বিওপি’র সীমান্ত এলাকার মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়।
আটককৃত আজিবার রহমান গাংনী উপজেলার কাথুলী গ্রামের পশ্চিমপাড়ার মৃত নিচিন শেখের ছেলে।
বিজিবি'র কাথুলী ধলা বিওপির হাবিলদার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কাথুলী ধলা বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩৪ এর টু এস ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠে হাবিলদার মোহাম্মদ আলীর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশি নাগরিক গাংনী উপজেলার কাথুলী গ্রামের পশ্চিম পাড়ার মৃত নিচিন শেখের ছেলে আজিবার (৬০) কে ভারতীয় ১৪ কেজি গাঁজাসহ আটক করেছে বিজিবি। এছাড়াও এ ঘটনায় পলাতক রয়েছে সদর উপজেলার ষোলমারী গ্রামের বরকত আলীর ছেলে আলহীম(৩৫) এবং একই এলাকার আলীম (৩০) নামের দুজন।
আটককৃত আজিবার রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, বিজিবি সদস্যরা ১৪ কেজি গাঁজাসহ আজিবার নামের এক জনকে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর