
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যহতিপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিভাগের কক্ষগুলোতে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১১ তলায় গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, অফিসকক্ষসহ সকল কক্ষে তালা লাগানো।
দেখা যায়, শিক্ষার্থীরা দরজায় পোস্টার সেঁটে দিয়েছেন। যেখানে লেখা, ‘জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো জাহাঙ্গীর আলমকে তার স্বপদে পুনর্বহাল না করা অবধি “টোটাল শাটডাউন” কর্মসূচি অব্যাহত থাকবে।’
শিক্ষার্থীরা জানান, মিমাংসিত একটি বিষয় ষড়যন্ত্রমূলকভাবে পুনরায় সামনে আনা হয়েছে। চেয়ারম্যানকে পুনর্বহাল না করা অবধি আন্দোলন চালবে। আগামী রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। পুনর্বহালের সিদ্ধান্ত না আসলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি জাপানিজ স্টাডিজ বিভাগের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেতাদের ভর্তির অভিযোগে চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে, চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহাল না করা হলে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন বিভাগের শিক্ষার্থীরা। গত ৯ চেয়ারম্যানকে স্বপদে পুনর্বহাল চেয়ে উপাচার্য বরাবর লিখিত আবেদন জানান তারা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর