
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে জেলগেটে তিন দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
একই সাথে তাকে চান্দগাঁও থানা এলাকায় জুলাই অভ্যুত্থানে হত্যার শিকার চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। এর আগে দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজধানী থেকে চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আদালতে হাজির করা হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।’
সিএমপির বর্তমান কমিশনার হাসিব আজিজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত হওয়ার ঘটনায় চান্দগাঁও থানায় হওয়া একটি মামলায় সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ২৩ জুন সাইফুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ থেকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
৪ জুলাই তিনি সিএমপিতে যোগ দেন। তবে সরকার পতনের পর ২১ আগস্ট তাকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলি করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর