
মেগাস্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলির পণ্য নকল করতে গিয়ে কঠোর শাস্তি পেল প্রতারক চক্র।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত মোবাইল কোর্ট এই প্রতারককে জরিমানাসহ জেলদণ্ড দিয়েছে।
কর্মকর্তারা জানান, খবর পেয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়ায় মাদ্রাসা রোডের মায়ের দোয়া কনজ্যুমার ইন্ডস্ট্রিজে বিএসটিআই-এর নির্বাহী মেজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ওই প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান লিলির পণ্য নকল করে বাজারজাত করছিলেন। এসময় লিলি ছাড়া অন্য কিছু ব্র্যান্ডের পণ্যও উদ্ধার করেন বিএসটিআই কর্মকর্তারা।
কোন ধরনের নথিপত্র দেখাতে না পারায় বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট অসাধু ব্যবসায়ী মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। অবৈধভাবে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে এ শাস্তি দেয়া হয়। এছাড়া অবৈধ মালামাল জব্দসহ ধ্বংসও করা হয়। নকল পণ্য রোধে বিএসটিআই এর এমন অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান সংস্থার কর্মকর্তারা।
নকলকারীকে শাস্তি দেয়ায় বিএসটিআইকে ধন্যবাদ দিয়ে মেগাস্টার শাকিব খান বলেন, জনগণকে অথেন্টিক পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করছি। কিছু অসাধু চক্র মানহীন ভেজাল পণ্য বাজারে ছড়াতে চেষ্টা করেছিল, বিএসটিআই তা রুখে দিয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর