
পরিবেশ অধিদপ্তর ও নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে কেন্দুয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (১২ ফেব্রুয়ারি) অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
মেসার্স ঢাকা ব্রিকস, ভগবতীপুর, দলপারামপুর, নেত্রকোণা নামক ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা- ৫ (১) (২) (৩) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব মাহমুদুল হাসান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. জব্বার হোসাইন। উক্ত মোবাইল কোর্টে কেন্দুয়া উপজেলার পুলিশ সদস্যগণ সহযোগিতা করেন।
মোঃ আবদুল্লাহ আল মতিন সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তরজানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট/অভিযান চলমান থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর