
সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে জেলা শহরের বনরূপাস্থ নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে এই পর্যন্ত আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলো- রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মনসুর আলী, ৯নংওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া ও সদর উপজেলা শ্রমিকলীগের নেতা শাহ জালাল মাঝি, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান পাপ্পু, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিকাশ কান্তি দাশ, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক জাকির হোসেন, কাউখালী উপজেলা ঘাগড়া ইউনিয়ন আওয়ালীগের সহ-সভা সভাপতি জাফর আহম্মদ, ঘগড়া ইউনিয়ন ছাত্রলীগের লীগের কর্মী শাহিন হাওলাদার, ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলী।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, নাশকতা সৃষ্টি করতে পারে এই অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর