
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রেলওয়ে ময়দানে উপজেলা বিএনপি এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম।
সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদএর সভাপতিত্বে এবং সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড্ শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু ওয়াহাব আকন্দ, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপি’র সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুবেল , সাংগঠনিক সম্পাদক লোকমান আলী খান, জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল. কেন্দ্রীয় যুবদল নেতা আনন্দ শাহ, উপজেলা বিএনপির সদস্য আজিজুল কবীর তালুকদার হুমায়ূন, জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যাপক আঃ আওয়াল, কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আঃ বারেক, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান সুরুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম তালুকদার, আব্দুল ওয়াহাব, দুলাল মিয়া, ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর খান, নাজমুল ইসলাম নাজু প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামী শাসনামলে কুত্তা মার্কা নির্বাচন করে শেখ হাসিনা ভোটাধিকার হরণ করার কথা উল্লেখ করে প্রধান অতিথি হাবিব উন নবী খান সোহেল বলেন, আওয়ামীলীগ চাঁদের রাতে ভোট করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের ভোটে আসা ঠিক না। এদেশের জনগন কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করেনা। তিনি আরও বলেন, মানুষ হত্যার লাইসেন্স দেয়া হয়েছিল কতিপর পুলিশ কর্মকর্তাকে। তারা বিরোধীদলের নেতাকর্মীসহ সাধারন মানুষকে নির্বিচারে অপহরণ, গুম-খুন, গ্রেফতার করেছে। এত সব করেও বিএনপিকে দূর্বল করা যায়নি।
দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভা শেষে ২য় পর্বে কাউন্সিলের সরাসরি ভোটে উপজেলা বিএনপি’র কমিটি ঘোষনা করা হয়েছে। নব গঠিত কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মেদ ও ফরিদুল কবীর তালুকদার শামীমকে সাধারন সম্পাদক করে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড.শাহ মো: ওয়ারেছ আলী মামুন তাদের নাম ঘোষনা করেন।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে সম্মেলন মাঠে মেডিক্যাল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে ঔষধসহ ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর