
জমি সংক্রান্ত বিরোধের কারণে এক রক্তক্ষয়ী সংঘর্ষে শাহাদত হোসেন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহাদত ধনারচর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
এছাড়াও উভয়পক্ষের আহত হয়েছেন ১৭ জন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার পুলিশ অভিযান চালিয়ে ৩জন মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
পুলিশ, স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে আবুল হোসেন ও নুর ইসলামের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে ও থানায় পাল্টাপাল্টি একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেনের পক্ষে শতাধিক ভাড়াটিয়া লোক সরিষা তুলে নিয়ে যাচ্ছিল।
এ নিয়ে নুর ইসলামের পক্ষের লোকজন ৯৯৯ ফোন দেয়, সত্যতা যাচাইয়ের জন্য এসআই খুকিন, কনস্টেবল সোহেল ও রাশেদ ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের সামনে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আহতরা রৌমারী হাসপাতালে চিকিৎসা নেন এবং কয়েকজন কে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাদত হোসেন নামে একজন মারা যান। নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আবারও উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে ইউএনও, পুলিশ সার্কেল, রৌমারী ও রাজিবপুর থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় আজিজুল হক নামের একজন বাদি হয়ে রৌমারী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা প্রক্রিয়াধীন। ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলার পর বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, বুধবার ঘটনাস্থলে গিয়েছিলাম। কিছুটা উত্তেজনা রয়েছে। আমি দুই পক্ষকে শান্ত থাকতে বলেছি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে বলা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর