
বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের দ্বায়িত্ব হচ্ছে নির্বাচন করা কিন্তু তারা নির্বাচনের বিষয়ে নেই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নেই। সকাল বিকেল আমরা জারি গান শুনছি সংস্কার সংস্কার আর সংস্কার।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের রেলওয়ে মুক্তমঞ্চ মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার জনদাবিতে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা তার বক্তব্যে আরো বলেন, দেশে কিছু বুদ্ধিজীবী আছে তারা রাজনৈতিক ব্যক্তিদের সম্মান করতে জানে না। শুনেছি তারা ৬০০ পৃষ্ঠার সংস্কার প্রস্তাব করেছে। সেগুলো দেখে সরকার সিদ্ধান্ত নিবে কোনগুলো সংস্কার হবে। আন্দোলন হয়েছে একদফা দাবিতে। জনগণ কাকে ভোট দিবে না দিবে না সে চিন্তা জনগণ করবে। কিন্তু সরকার নির্বাচনের বিষয়ে তেমন কিছু স্পষ্ট করে বলছে না।
বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অনেকেই বলেন ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে ৭১-এর ১৬ ডিসেম্বর কি হয়েছে? ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে। কিছু বুদ্ধিজীবী বের হয়েছে তারা সরকারকে পরামর্শ দিচ্ছে, তারা রাজনীতিবিদদের পছন্দ করেন না। তারা বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে। বিএনপি ক্ষমতায় না গেলে তাহলে কি ৭১ এর পরাজিত শক্তি বা ফ্যাসিবাদ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে?
বিএনপি-র স্থায়ী কমিটি অন্যতম এ সদস্য বলেন, গত ১৬ বছরে বাজার যেমন সিন্ডিকেটের দখলে ছিল এখনো সেই সিন্ডিকেট সরকার ভাঙ্গাতে পারে নাই। এ সিন্ডিকেট ভাঙ্গতে নির্বাচিত সরকার প্রয়োজন। ৭১ সালে শহীদ জিয়ার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। ৫ আগস্ট তারেক রহমানের হাত ধরে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে।
বিএনপি-র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি-র সহ-সাংগঠনিক আঃ খালেক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম।
সমাবেশে এসময় আরো বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল ও জেলা বিএনপি-র যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, কালীগঞ্জ বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা উপজেলা বিএনপি-র আহ্বায়ক মোশারফ হোসেন প্রমুখ।
লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে লালমনিরহাট জেলা বিএনপি ও এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের অন্তত ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর