
নড়াইল সদর উপজেলার সার্কেলডাঙ্গা ও ফুলশ্বরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দু’জন আহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ও বিকেলে এ দুই জায়গায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইল সদর উপজেলার তুলরামপুর গ্রামের সেন্টু হাওলাদার (২৫), চালিতাতলা গ্রামের সাব্বির (১৯), সার্কেলডাঙ্গা গ্রামের ফারুক মোল্যার ছয় বছরের মেয়ে আছিয়া খানম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সার্কেলডাঙ্গা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আছিয়া খানম নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। প্রথম শ্রেণির ছাত্রী আছিয়া খানম স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে শিশুটি গুরুতর আহত হয়। গুরুতর আহত আছিয়াকে মোটরসাইকেল চালক আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বুধবার বিকেলে সদর উপজেলার নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর ফুলশ্বর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে তুলরামপুর গ্রামের সেন্টু হাওলাদার নামে একজন মারা যান।
অপর মোটরসাইকেলে থাকা আহত চালিতাতলা গ্রামের সাব্বিরকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দু’জন আহত হয়েছেন।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বিকেলে হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর