![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া কলেজ মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে ড. এম.এ মুহিতের সমর্থক ও ব্যানার ফেস্টুনে ছেয়ে গিয়েছিল পুরো মাঠ। মুহুমুহু স্লোগান নজর কেড়েছিল সবার।
নেতাকর্মীর দাবি ড. এম, এ মুহিত শাহজাদপুর উপজেলার ত্যাগী নেতাকর্মীর প্রাণের স্পন্দন। তুচ্ছ ঘটনায় দলে থাকা তার সকল পদ স্থগিত করায় তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সকলের আশা দেশনায়ক তারেক রহমান বিষয়টি পুনর্বিবেচনা করবেন।
এ প্রসঙ্গে শাহজাদপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আরিফুল ইসলাম জানান, দীর্ঘ ১৭ বছর ড. এম. এ মুহিত উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে পরিবারের মতো মিশে থেকেছেন। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তার সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে।
এতে তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের প্রাণের দাবি বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান তাঁর সকল পদ ফিরিয়ে দেবেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন জুয়েল জানান, দীর্ঘ ১৭ বছর যারা জেল খেটেছেন তাদের এবং তাদের পরিবারের সকল খরচ বহন করতেন ড. এম ,এ মুহিত। নিজ সন্তানের মতো আজও নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি।
কিন্তু যার সাথে শাহজাদপুরের কোন নেতাকর্মীর যোগাযোগ ছিল না, সেই সুবিধাবাদী ব্যক্তির কারণে তুচ্ছ ঘটনা নিয়ে ড. এম.এ মুহিতের পদ স্থগিত করা হয়েছে। আমরা ছাত্রদল তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে অবিলম্বে তার সকল পদ ফিরিয়ে দেয়ার দাবি করছি।
উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদও একই দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের যখন নির্যাতনের মাত্রা বেড়ে গিয়েছিল, তখন আমরা ঢাকায় মুহিত সাহেবের বাসায় আশ্রয় নিয়েছিলাম। তিনি শুধু আমাদের কর্মীদের নয়, তাদের পরিবারের খরচও বহন করেছেন। বিপদ-আপদে পাশে থেকেছেন।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, স্বেচ্ছাসেবকদলের সদস্য আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, ড.এম. মুহিতের পদ স্থগিতাদেশের নির্দেশন শাহজাদপুরের বিএনপি নেতাকর্মী এতোটা আঘাত পেয়েছে, যা মুখে বলে প্রকাশ করা যাবে না।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ড. এম. এ মুহিত পরাজয় জেনেও নেতাকর্মীদের সক্রিয় রাখতে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন। আজকে তাঁর বিপুল সংখ্যক সমর্থক নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছিলেন। তারা মুহিতের দলীয় পদ পুনর্বহালের দাবি নিয়ে আমাদের সাথে কথা বলেছে এবং বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবগত করার দাবি করেছেন। আমিও তাদের আশস্ত করেছি।
প্রসঙ্গত, গত শনিবার শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশের সময় জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ারকে বাধা দেওয়া হয় এবং দুইপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।
ওই সময় জেলা বিএনপির উপদেষ্টা ড. এম.এ মুহিত ঘটনাস্থলে ছিল না। তারপরও এ ঘটনার জন্য কেন্দ্রীয় বিএনপি ড. এম. এ মুহিত ও গোলাম সরোয়ারের সকল দলীয় পদ স্থগিত করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর