![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী বথুনদিয়া পাঁচুরিয়া (ডি.বি.পি) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘জয় বাংলা’ গানের সাথে স্কুল ছাত্রীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
বিষয়টি নিয়ে চলেছে ব্যাপক সমালোচনার ঝড়। স্থানীয় বিএনপির নেতা কর্মীরা বলছেন আ'লীগকে সুসংগঠিত করার চেষ্টা করছে একটি মহল তারই উদাহরণ স্কুলের এই নিত্য।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ১মিনিট ২৩সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। স্থানীয়রা বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করলে কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি দেওয়ালী বথুনদিয়া পাঁচুরিয়া (ডি.বি.পি) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে জয় বাংলা গানের সাথে নৃত্য পরিবেশন করছে এক ছাত্রী। তার সাথে দর্শকরাও উল্লাস করছে।
এবিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রেজাউল ইসলাম বলেন, নবম শ্রেণীর এক শিক্ষার্থী জয় বাংলা গানের সঙ্গে নিত্য করছিল। জয় বাংলা বলার সাথে সাথে আমরা গান বন্ধ করে দেই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা এডিট করা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। আগামী তিন দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। জবাব যথাযথ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, বিষয়টি জানার পর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানোর পর প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে এবং ঘটনাস্থলে গিয়ে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর