
টাঙ্গাইলের মির্জাপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থার তদারকি ও পর্যালোচনায় মতবিনিময় সভা পরবর্তী সরজমিন বাজার মনিটরিং করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর পর দুপুরে যৌথভাবে বাজার মনিটরিংয়ে যান প্রশাসন, ভোক্তা অধিকার, সেনাবাহিনী ও টাস্কফোর্সের অংশীজনরা।
বাজার মনিটরিংকালে রাস্তা দখল করে ফলের ব্যবসা করায় আব্দুল মান্নান নামক এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম।
এছাড়া মুদি মনোহারি দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, কোন পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। সেসময় বাজারে বোতলজাত সয়াবিন তৈলের সরবরাহ ঘাটতি রয়েছে বলে জানান একাধিক ব্যবসায়ী।
বাজার মনিটরিংয়ের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, মির্জাপুর সেনা ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার মেজর শাহীন কবির শুভ, মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন, জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা সেনেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর