
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চুয়াডাঙ্গা আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস।
এর আগে বুধবার দিবাগত রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা সদর দীননাথপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আবির হাসান(১৯), আলমডাঙ্গা আইলহাসঁ ইউনিয়নের ১ নং ওয়ার্ড মৃত এলাহি মন্ডলের ছেলে আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন(৫৫), একই ওয়ার্ডের মৃত মোফাজ্জেল মন্ডলের ছেলে আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আতিয়ার রহমান(৫০), দামুড়হুদা মডেল থানার নাটুদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হিসাব আলীর ছেলে আওয়ামী লীগের কর্মী নাসিরুল ইসলাম (২৭), জীবননগর থানার ৮ নং কেডিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আইনাল শাহয়ের ছেলে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জহির হক(৪১), দর্শনা থানার পৌর ৫ নং ওয়ার্ডের মৃত কাশেম মন্ডলের ছেলে ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বডি সোহেল(৩৫)।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার ৫ টি থানার দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর