
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে আশরাফুল আলম, সাধারণ সম্পাদক পদে খুরশিদ আলম শাওন ও যুগ্ম সম্পাদক পদে ইসমাম আহমেদ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সকাল ১০টা থেকে বিকেল ১২টা পর্যন্ত প্রেসক্লাবে ২০ জন ভোটার তাদের মূল্যবান ভোট দেন।
সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে আশরাফুল আলম ৯ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক আহমেদ ৬ ভোট ও মোবারক আলী ৫ ভোট পেয়ে পরাজিত হন।
এদিকে, সাধারণ সম্পাদক পদে দৈনিক দি নকাল পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন ১১-৯ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী দৈনিক ক রতোয়া পত্রিকার প্রতিনিধি মো. বিপ্লবকে পরাজিত করে বিজয়ী হন।
অন্যদিকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ভো রের ডাক পত্রিকার প্রতিনিধি বিজয় রায় পান ১০ ভোট এবং ঢাকা টা ইমস পত্রিকার প্রতিনিধি ইসমাম আহমেদ পান ১০ ভোট। পরে লটারিতে ইসমাম আহমেদ বিজয়ী লাভ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক নির্বাচন পরিদর্শনে আসেন।
নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক ছবিকান্ত দেব। যুগ্ম আহ্বায়ক একে আজাদ ও সদস্য সচিব নাজমুল হোসেন।
অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মাসুদ রানা পলক (বি টিভি ও দৈনিক ই নকিলাব) ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি। অর্থ ও দপ্তর সম্পাদক জিয়াউর রহমান (যা য়যায়দিন), প্রচার সম্পাদক মো. সবুজ ইসলাম (দৈনিক গণ মানুষের আওয়াজ) ও নির্বাহী সদস্য পদে আনোয়ার হোসেন আকাশ (দৈনিক আমা দের সময়), আনোয়ার হোসেন জীবন (দৈনিক ন য়া দিগন্ত), আব্দুল্লাহ আল নোমান (দৈনিক জ নকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যরা ৯ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ২০২৫-২০২৬ গঠন করবেন। প্রসঙ্গত, ১৯৯৫ সালে রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠালাভ করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর