
টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইনসহ রুবেল (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার সোহাগপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রুবেল মিয়া উপজেলার গোড়াই ইউনিয়নের জয়েরপাড়া গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে বলে জানা গেছে। তিনি এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ৫টি মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে বলে থানা পুলিশ সূত্র জানিয়েছে।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, হেরোইনসহ মাদক কারবারিকে আটকের পর তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর