
নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের লক্ষ্যে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মোট ১৩টি ইটভাটা বন্ধ করা হয়েছে।
এসময় সর্বমোট ১১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে হাতিয়া উপজেলায় এস আর পি ব্রিকস, আরএনবি ব্রিকস, এডিএল ব্রিকস নামে ৩টি ইটভাটার চিমনি ও চুলা গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়াও সুবর্ণচর উপজেলায় তাহেরা ব্রিকস, একে ব্রিকস, আমানত ব্রিকস নামের তিনটি ইটভাটা বন্ধ পূর্বক ৫ লক্ষ টাকা, কবিরহাট উপজেলায় রুনা ব্রিকস, কেএম ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধে ১ লক্ষ টাকা, কোম্পানীগঞ্জ উপজেলায় রয়েল ব্রিকস, আঁখি ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ পূর্বক ২ লক্ষ টাকা, বেগমগঞ্জ উপজেলায় হাসান ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধ পূর্বক ৫০ হাজার টাকা এবং সেনবাগ উপজেলায় রাজু ব্রিকস, সোনালী ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ পূর্বক ১লক্ষ ৫০হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো:ইয়াছিন গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ও নাহারখিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও পাশাপাশি দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর