
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরণ অনশনে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ওমর ফারুক ইসলাম। তিনি ঢাবির ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি আমরণ অনশনে বসেন। তার সঙ্গে সংহতি প্রকাশ করে ২০২৩-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাইদও অনশনে বসেন।
সন্ধ্যায়শ ওমর ফারুকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিগত ১৬ বছরের গুম- খুন করেছে। এসব গুম খুনের একটাও বিচার হয়নি। এমনকি ২০২৪-এ এসেও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আমার ভাই, বোন, শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষকে আহত করেছে। প্রায় ২ হাজার মানুষকে হত্যা করেছে। কিন্তু আমরা কোনো বিচার পায়নি।
ওমর ফারুক আরও বলেন, ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরে আবার জামিন দিয়ে ছেড়ে দেয়। তাহলে তাদের বিচারটা কোথায়? কারোর ফাঁসি দিতে তো দেখলাম না। যারা আন্দোলনে হাত পা হারিয়েছে, জীবন দিয়েছে তারা তাদের প্রত্যাশিত বিচার পাচ্ছে না।
আবু সাইদ বলেন, যারা বিদেশে পালিয়ে গেছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং দ্রত বিচারের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এ দাবি মেনে নেয়া না হবে ততক্ষণ আমরা অনসনে থাকবো।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর