
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন ও আবাসনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন।
সরেজমিনে দেখা যায়, ছাত্রদল প্রধান ফটকের ডান পাশে ও ৩য় ফটকের বাম পাশে মোট দুটি, ইসলামি ছাত্র আন্দোলন প্রধান ফটকের ডান পাশে একটি এবং ছাত্র অধিকার পরিষদ ২য় ফটকের পাশে শিক্ষার্থীদের সহায়তায় বুথ স্থাপন করেছে। অন্যদিকে, প্রধান ফটকের বাম পাশে একটি, ২য় ফটকের বাম পাশে একটি ও ৩য় ফটকের ডান পাশে একটি—মোট তিনটি শিক্ষার্থী সহায়তা বুথ স্থাপন করেছে ইসলামি ছাত্রশিবির।
বুথগুলোতে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছাস্বরূপ কলম প্রদান ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, পরীক্ষা চলাকালীন বই, মোবাইল, ঘড়িসহ ইলেকট্রনিক সামগ্রী জমা রাখার সুবিধাও দেওয়া হচ্ছে।
জবি শাখা শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, "বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, যা ছাত্রদের কল্যাণে কাজ করে থাকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আগত ভর্তি পরীক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা থেকে শুরু করে তথ্য সহায়তা বুথের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের উপহার হিসেবে কলম ও পানি দিচ্ছি। এছাড়াও, পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বিশ্রামের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে।"
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি এ. কে. এম. রাকিব বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ, তাদের চেষ্টার ফলে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠন ও বিভিন্ন জেলা কল্যাণ সমিতিগুলো যেভাবে ভর্তিচ্ছুদের সহায়তা করছে, তাতে সবার কাছে জবির ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা সম্ভব হচ্ছে। পাশাপাশি, সংগঠনগুলোর পারস্পরিক সম্পর্কেরও উন্নতি হচ্ছে।"
উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ৯:৩০ থেকে ১০:৩০, দুপুর ১২:০০ থেকে ১:০০ এবং বিকেল ৩:৩০ থেকে ৪:৩০—এই তিনটি শিফটে অনুষ্ঠিত হচ্ছে। তিনটি শিফটে মোট ২৪,৯৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর