
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিহর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার বসাকুষ্টিয়া গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত দলের হানা।
ওই গ্রামের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য কালাম শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা দিকে অস্ত্রধারী একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে ঘরে ভাঙচুর শেষে স্বর্ণালংকার, নগদ টাকা, জমির দলিলসহ মূল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে গিয়েছে তারা।
এ ঘটনায় ওই এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে, বিষয়টি রাতেই থানা পুলিশকে জানিয়েছিল ক্ষতিগ্রস্ত পরিবার। শুক্রবার ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায় ঘরের মধ্যে আসবাবপত্র ছড়ানো ছিটানো রয়েছে, ঘরের মধ্যে থাকা আলমারির ডয়ার ভাঙ্গা পড়ে রয়েছে, স্থানীয় লোকজন বিষয়টি শুনে ছুটে এসেছে।
তবে রাতে বিএনপি নেতা কালাম শেখ বাড়িতে ছিলেন না বলে তিনি জানান- সে একটি মামলার আসামি হওয়ায় রাতে বাইরে ছিলেন।
তিনি বলেন- বিগত আওয়ামীলীগের সময় বেশ কয়েকবার আমার বাড়িতে হামলা হয়েছে গুলি করেছে কিন্তু কোন লুটপাটের ঘটনা ছিল না আজ আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে নগদ টাকা স্বর্ণালংকারসহ মূল্যবান কাগজপত্রসহ বিভিন্ন জিনিস নিয়ে গিয়েছে বিষয়টি রাতেই পুলিশকে জানিয়েছি তবে এখন পর্যন্ত পুলিশ আমাদের এখানে আসেনি। ভোর থেকেই এলাকার সাধারণ মানুষ আমার বাড়িতে ভিড় করছে। এ ঘটনার সঠিক বিচার কামনা করছি।
এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, কালাম মেম্বারের বাড়িতে পরিকল্পিত ভাবে হামলা ও ডাকাতি করা হয়েছে,ইতি পূর্বে আমাদের এলাকায় একটি ঘটনা ঘটেছে তারই জের ধরে হয়ত এটা ঘটানো হয়েছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পাংশা থানার এস আই ও কলিমহর ইউনিয়নের বীট অফিসার মো. ওবায়দুর রহমান বলেন-রাতে মুঠোফোনে বিষয়টি শুনছি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর