
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের ভাতশালা গ্রামের মধ্যে খাল কাটা মাটি বিক্রি করাকে কেন্দ্র করে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ, হামলা ভাঙচুর লুটপাটের মত ঘটনা ঘটেছে।
এ হামলায় নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাংশা ও খোকসা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। এ ঘটনায় কামেনা নামের এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পাংশা হাসপাতালে গিয়ে চিকিৎসারত অবস্থায় পাওয়া যায় জলিল মল্লিক, সাগর হাসান, কামেনা খাতুন, আজমল মন্ডল, অপর দিকে ইকবাল খান, শাহাদত খান, রফিক আহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ভাতশালা গ্রামের শাহজাহান খানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। শাহজাহান খান বলেন, ছাত্রলীগের সাবেক নেতা রাসেলের নেতৃত্বে আফসার মেম্বার, রুবেল, রফিক, শফিক গং মিলে এ হামলা চালায়।
ভাঙচুর শেষে লুটপাট করে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে ভাব বিরাজ করছে, যে কোন সময় বড় ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহম্মেদ বলেন, এমন সংবাদ পেয়েই তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করা হয়, ঘটনাস্থল আমিসহ সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল ও সেনাবাহীন সদস্যরা পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর