
বিশ্বের দ্বিতীয় এবং দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা (জেএফসিএল) ১৩ মাস বন্ধ রাখার পর গ্যাস সংযোগ দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসলাইনে সংযোগ দেয়ায় পর ইউরিয়া প্ল্যান্টে সরবরাহ করা হয়েছে। কোন যান্ত্রিক ত্রুটি দেখা না দিলে উৎপাদন প্রক্রিয়ায় যেতে ১০/১২ দিন সময় লাগতে পারে বলে যমুনা সার কারখানার উপ প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও কারখানা সূত্র জানায়, যমুনা সারকারখানা বাণিজ্যিক ভাবে ১৯৯২ সালের ১লা জুলাই দানাদার ইউরিয়া উৎপাদন শুরু করে। এ সারকারখানাটি ৩৭০ পিএসআই চাপে ৪৬ এমএমসিএফডি গ্যাস প্রয়োজন হয়।
এটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থা (বিসিআইসি) অধীন দৈনিক ১ হাজার ৭০০’শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম। যমুনা সার সারকারখানা থেকে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ মোট ২১ জেলায় সরবরাহ করা হয়।
যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ স¤পাদক মোর্শেদ তালুকদার বলেন, সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ায় আমদানি নির্ভরতা কমবে। দেশীয় শিল্পকে সচল রাখলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, যমুনা সার কারখানার প্লান্টে গ্যাস সংযোগ পাওয়া গেছে। সার উৎপাদনে যেতে ১০/১২ দিন সময় লাগবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর