
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একাদশ জাতীয় কমিটির নেতৃত্বে ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পরিবহন মার্কেটের সামনে থেকে 'বৈষম্যবিরোধী প্রেম যাত্রা' শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রেম বঞ্চিত সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শাহ পরান, সাধারণ সম্পাদক অরন এবং সালাউদ্দিন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমপাড়ায় মেয়েদের হলের সামনে গিয়ে ২ মিনিট নিরবতা পালন করে। মিছিল শেষে বৃক্ষরোপণ, ক্যাম্পাসের দোকানদারদের মাঝে গোলাপ ফুল বিতরণসহ নানা কর্মসূচি পালন করে তারা।
এ সময় প্রেম বঞ্চিতরা সমাজের সকল মানুষের প্রতি ভালোবাসা বিলিয়ে দেয়ার অনুরোধ জানান। ভালোবাসায় কোনো বৈষম্য থাকবে না বলেও জানান তারা।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর