
বরগুনা আমতলীতে দেশীয় অস্ত্রসহ দুই কিশোরকে হাতেনাতে ধরে পুলিশে দিলেন স্থানীয় জনতা। দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
আমতলীতে অস্ত্রসহ গ্রেফতার হওয়া দুই কিশোর হলেন, উপজেলার চাওড়া ইউনিয়নের বাঁশতলা সিরাজুল ইসলামের ছেলে ইমন (১৭) অপর এক সদস্য তালতলী উপজেলার বলিপাড়া গ্রামের জলিল মিয়ার ছেলে রাসেল (১৭)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে তাদের উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে আসামিদের আমতলী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ইমনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেয়ার সময় স্থানীয় জনতা দুই কিশোরকে অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
ওই সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় আসামিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর