
মেহেরপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে গাংনী থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সানঘাট গ্রামের আবেদ আলীর ছেলে মোহাম্মদ জাকিরুল (৩০), কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের মহিবউদ্দীনের ছেলে মোহাম্মদ আসিম উদ্দিন (৩৫) এবং একই গ্রামের খেদমত আলীর ছেলে সাগর (৪৫)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তান (ওসি) বাণী ইসরাইল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনী থানার মামলা নং ১১তারিখ- ১৯/০৮/২৪ সন্ত্রাস বিরোধী আইনের ৬(২)/৭(৫)/ ৭(৬)/১০/১১/১২/১৩ ধারায় মোহাম্মদ জাকিরুল, অপর একটি মামলায় মোহাম্মদ আসিম উদ্দিন এবং সাগরকে (৪৫) গ্রেফতার করা হয়।
যার মামলা নং ১৫, তারিখ- ১৪/০২/২৫ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৫০৬। আজ দুপুরে গ্রেফতার হওয়া আসামিদের মেহেরপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর