
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তৃতা করছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা না হলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হবে। এ জন্য সরকার, বিশিষ্ট ব্যক্তিরা ও রাজনৈতিক দলগুলোকে বলব, দোসরদের প্রতি দয়া দেখাবেন না।
তিনি বলেন, ‘আয়নাঘরে আটকে রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে।’ সরকারকে উদ্দেশ্য করে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগকে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত তাদের নিবন্ধন বাতিল করুন। কারণ, খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার এই দুটির সমাধান যদি আগামী নির্বাচনের আগে আমরা না করতে পারি, তাহলে মানুষগুলো শহীদ হয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশে ফেরার কোনো পথ থাকবে না।
নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তিনি বলেন, ‘আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা হবে মধ্যমপন্থি। দলটির কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শভিত্তিক বিভাজন থাকবে না। সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে।
ট্যাগিংয়ের মাধ্যমে এখনও বিভেদের রাজনীতি চলছে অভিযোগ করে তিনি বলেন, এটি রুখে দিতে প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক ঐক্য।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর