
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরে জাঁকজমকপূর্ণ ভাবে বিশ্ব সুন্দরবন দিবস পালিত হয়েছে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব সুন্দরবন দিবসে সুন্দরবনকে দূষণমুক্ত রাখা, জীববৈচিত্র্য রক্ষা করা, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে আলোচনা সভা, স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি, বনজীবী ইয়ুথ টিম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, সবুজ সংহতি ও পরিবেশ ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রণী খাতুন।
বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ) এর সহায়তায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বনবিভাগ, সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এবিএম হাবিবুল ইসলাম, বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ট্যুরিস্ট পুলিশ সাতক্ষীরা জোনের এসআই সুজিত সরকার, সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) 'র সভাপতি মাহমুদা পারভীন, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী, ইয়ুথনেট এর মো. ইমাম হোসেন, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সদস্য মো. শামীম হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে যোগ দেন সিএনআরএস, কোডেক, সিডিও ইয়ুথ টিম, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস), ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস ও প্রেরণা।
এসময় বক্তারা বলেন, সুন্দরবন মায়ের মতন। সুন্দরবনকে আমাদের রক্ষা করতেই হবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবন আমাদের উপকূলীয় অঞ্চল কে আগলিয়ে রাখে। এই বন ধ্বংস হোক আমরা চাই না।
যারা সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসের সাথে জড়িত, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। হরিণ শিকারী ও চোরাকারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপস্থিত সকলেই একবাক্যে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন দিবস যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় এবং বেসরকারি সংগঠন গুলোর পাশাপাশি সরকারি যেন মহা আড়ম্বরপূর্ণ পরিবেশে উদ্যাপন করে, এমনটাই দাবি জানান।
এর আগে অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থী সহযোগে একটি বর্ণাঢ্য র্যালি নীলডুমুর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএমএসটি বুড়িগোয়ালিনী ইউনিটের সহ-সভাপতি ওবায়দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক সবুজ বিল্লাহ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর